img

পাকিস্তান সফরের সিরিজটি ৫ না ৩ ম্যাচের, সেটা গতকালই জানা গিয়েছিল। তবে দ্বিপক্ষীয় সিরিজটি কবে শুরু হবে তা জানায়নি কোনো পক্ষই। আজ সূচি ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২৮ মে থেকে শুরু হবে সিরিজটি।

বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। সিরিজের সব ম্যাচই হবে লাহোরে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

 

এর আগে পাঁচ ম্যাচের সিরিজটি আগামী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল।

তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সফরটি নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। পরে বিসিবি ও পিসিবির শীর্ষ কর্মকর্তারা আলোচনা করে তিন ম্যাচের সমঝোতায় পৌঁছান। 

 

সিরিজটি সামনে রেখে আজ দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই স্কোয়াডে জায়গা হয়নি দলটির অন্যতম তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি।

সিরিজটি খেলতে বাংলাদেশ আগামী ২৫ মে পাকিস্তানে পৌঁছাবে। বর্তমানে দুবাইয়ে আছেন লিটন দাসরা। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ খেলবে তারা।

 

এই বিভাগের আরও খবর